খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, গোদাগাড়ী, রাজশাহী : রাজাশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও ত্রাণ কর্মকর্তার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি গোদাগাড়ীর সহযোগিতায় উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোদাগাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও শহীদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ শেষে মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সোহেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা, গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও ডিফেন্সএর অফিসার মিজানুর রহমান, আ.ফ.জি পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক তানজিলা খাতুন, মহিশালবাড়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষক গুলফাম আরা হ্যাপি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সুধিজন। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।