খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, সাপাহার, নওগাঁ : ”কন্যা শিশুর নিরাপদ পরিবেশ,সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ”মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর পত্নীতলা উপজেলার উষ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট পত্নীতলা শাখার আয়োজনে দিবসটি পালনে স্থানীয় উষ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে স্থানীয় সমাজসেবী আলহাজ্ব খবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাররুখ হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা হারুনুর রশিদ,নূরুননবী,মহব্বত আলী,শিক্ষক মোকলেছুর রহমান,বিলকিছ বেগম,সাজ্জাদ হোসেন প্রমূখ। উক্ত অনূষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের নারী নেত্রী ,উজ্জিবক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।