খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, সাপাহার, নওগাঁ : ”স্যানিটেশন করব পালন গড়ব মোদের দেশ,তাতে করেই রক্ষা পাবে উন্নত পরিবেশ,সকলের জন্য স্যানিটেশন ,নিশ্চিত হোক উন্নত জীবন”এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় সাপাহার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াস কর্মসুচীর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় স্যানিটেশন মাসের শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে প্রধান অতিথি সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত স্যানিটেশন বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামশুল আলম শাহ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী ,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাজাহান হোসেন,থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুর রহমান চৌধুরী,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রহমান,ব্র্যাক ওয়াস কর্মসূচীর ম্যানেজার সাজ্জাদ হোসেন প্রমূখ।