খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, পার্বতীপুর, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে এলাকা থেকে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প সিপিসি-২ অভিযান চালিয়ে উদ্ধার হওয়া একটি বিদেশী পিস্তলের মুল হোতা রংলাল বাঁশফোড় (৪২) পলাতক রয়েছে। তার পিতার নাম মৃত বিলাস বাঁশফোড়। বাড়ী শহরের সুইপার কলোনীতে। মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর জিআরপি থানার এসআই আব্দুস সালাম জানান, র্যাবের হাতে গ্রেফতার হওয়া লিটন ও ওরফে ন্যাশন্যাল লিটন (৩৫) এর জবা…নবন্দি মোতাবেক উদ্ধার হওয়া পিস্তলের মালিক রংলাল বাশঁফোড়কে আসামী করা হয়েছে। ঘটনার দিন থেকে সে পলাতক রয়েছে। পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন এসআই আব্দুস সালাম। তবে খুব শিঘ্রই তাকে গ্রেফতার করতে সম হবে বলে তিনি আশা করেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বাংলা মদ বিক্রয় দোকানে অভিযান চালিয়ে মৃত মতিলাল দাস এর পুত্র ম্যানেজার রতন দাসেরদেহ (৩৬) তল্লাসী করে একটি সাইলেন্সার যুক্ত পিস্তল (১০ ইঞ্চি লম্বা) উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব-১৩ পার্বতীপুরের বেলাইচন্ডি এলাকা থেকে আতিয়ার রহমান তালুকদারে পুত্র লিটন ও ওরফে ন্যাশন্যাল লিটনকে গ্রেফতার করে। গত ২০ সেপ্টেম্বর রাতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ডিএডি নুরুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত অপর আসামী মৃত বিলাস বাঁশফোড়ের ছেলে রংলাল বাঁশফোড় পলাতক রয়েছে।পুলিশ জানায় রংলাল গ্রেফতার হলে অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করছেন। এ ব্যাপারে রেলওয়ে থানায় ৩ জনকে আসামী করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ)/১৯ (এফ) ধারায় মামলা দায়ের হয়।