খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, পাথরঘাটা, বরগুনা : বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার প্রায় ১হাজার কেজি ভেজাল আখের বাটালি গুড় জব্দ করেছে উপজেলা প্রশাসন। রাসায়নিক মিশ্রিত এসব গুড় খেয়ে এরই মধ্যে একই পরিবারের ১৪জন অসুস্থ্য হয়ে পড়েছে বলে উপজেলা প্রশাসনের সেনিটারী ইন্সপেক্টর দাবী করেছে।
পাথরঘাটা উপজেলা প্রশাসনের সেনিটারী ইন্সপেক্টর ফারুক হোসেন বলেন,সোমবার স্থানীয় বাসিন্দা আইনজীবী এ্যাড. জাবির হোসেনসহ তার পরিবারের ১৪জন সদস্য অসুস্থ্য হয়ে পরেন। তিনি আইনজীবী জাবেরর বরাত দিয়ে বলেন, তারা আখেড় গুড়েরর নাড়- খাওয়ায় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় পাথরঘাটা বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০ ঝুড়ি আখের গুড় জব্দ করা হয়েছে। প্রতি ঝুড়ি গুড়ে প্রায় ২৫ থেকে ৪৫ কেজি গুড় রয়েছে। তাতে চিনি ও রাসায়নিক পদার্থ রয়েছে বলে তিনি দাবী করেছেন। এধরনের ভেজাল গুড় বিক্রেতা স্থানীয় নজরুল ইসলাম, বাদল মিয়া, আইয়ুব আলী, খলিলুর রহমান, দুলাল হোসেনও নুহু মিয়াকে সতর্ক করে দেয়া হয়েছে।