খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, মদন, নেত্রকোনা : হিন্দু ধর্মাবল্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মদন উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের সব বয়সের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ঘরে ঘরে আনন্দ বইতে শুরু করেছে। শান্তির দেবীকে বরণ করে নিতে কেউ কেউ মার্কেটে যাচ্ছে পূজায় নতুন কাপড় কিনতে। হাট-বাজারে এক প্রকারের ধুম পড়েছে। ইতিমধে বিভিন্ন পূজা মন্ডপে শেষ মুহূর্তে চলছে প্রতিমা তৈরির কাজ । চলছে দুগা প্রতিমায় রং তুলির আচঁড়। প্রতিমা তৈরি ও রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার স্থানীয় প্রতিমা শিল্পীরা। প্রতিবছরের ন্যায় এবার মদন উপজেলায় পৌর সভাসহ ৮টি ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন কমিটির সভাপতি রাধিকা মোহন চক্রবর্তী জানান,আমি বেশ কয়েটি পূজা মন্ডপ ঘুরে দেখেছি, কাজ প্রায় শেষ পর্যায়ে,তবে আমাদের মদন উপজেলায় কোন ঝুকিঁ পূণ মন্ডপ নেই। এ ব্যাপারে ওসি এস এম মফিজুল ইসলাম জানান, পুজা মন্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।