খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, রাজারহাট, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভি টু আর প্রজেক্টের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা চত্বর শহীদ মিনারে দূর্যোগ কিভাবে প্রশমন করা যায় এ বিষয়ে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানা উল¬া ও রেডক্রিসেন্ট ভি টু আর প্রকেষ্টের রাজারহাট উপজেলা প্রজেষ্ট অফিসার একেএম আক্কাছ আলী ভূঁইয়া প্রমূখ।