খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, রাজারহাট, কুড়িগ্রাম : রাজারহাটে চাঞ্চল্যকর ইউনুস হত্যা মামলার অন্যতম আসামী নুরুজ্জামান ওরফে দুলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার উপ-পরিদর্শক তপন কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দূর্গাপুর নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানান, উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি ভাটিয়াপাড়া গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে ইউনুছ আলী (৫০) কে এলোপাতারি পিটিয়ে ওই গ্রামের নুরুজ্জামান গং হত্যা করে। এ ঘটনায় গত ১১জুলাই রাজারহাট থানায় ইউনুছ আলীর স্ত্রী কহিনুর বেগম রুবি ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত নুরুজ্জামান ওরফে দুলাল একই গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র বলে এসআই তপন কুমার অধিকারী জানিয়েছে।