Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

barishalখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, আগৈলঝাড়া, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধুকে ২১ দিন আটকে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগে পাওয়া গেছে। এঘটনায় নির্যাতিতার স্বামী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে আটকের পরেও অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে পুলিশ। বর্তমানে নির্যাতিতা ওই গৃহবধুর পরিবারকে কোন মমলা না নির্যাতনকারি হুমকি দিয়ে আসছে। নির্যাতিতা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের ঝন্টু সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে দক্ষিন শিহিপাশা গ্রামের ইউসুফ রাঢ়ির ছেলে কালু রাঢ়ি (৩৮) তাদের বাড়িতে যাতায়াত করত। ঝন্টু স্ত্রী শ্রীমতিকে বাড়ি রেখ ঢাকায় যায় কাজেযায়। কালু রাঢ়ি বাড়িতে যাতায়াতের সুবাদে স¤পতি শ্রীমতির কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেয়। গত ১৮ সেপ্টেম্বর কালু ওই টাকা ফেরত দেয়ার কথা বলে শ্রীমতিকে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে ২১ দিন আটক রেখে শারিরিক ও পাশবিক নির্যাতন চালায়। নির্যাতিতা শ্রীমতি কৌশলে কালুর কাছ থেকে ৯ অক্টোবর পালিয়ে স্বামীর বাড়ি ফিরে আসে। ঝন্টু জানায়, স্ত্রী শ্রীমতি নিখোঁজের পরে থানায় লিখিত দিয়েছি। স্ত্রী বাড়ি ফিরে আসার পরেও থানায় লিখিত অভিযোগ করতে গেলে থানা তার মামলা নেয়নি বলে অভিযোগ করেন। ঝন্টু থানায় মামলা করতে গেছে এ খবর পেয়ে কালু ও তার লোকজন ঝন্টুকে অব্যাহত হুমকি দিয়ে আসছে। এতে ঝন্টু পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
এব্যাপারে, আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ ও আটকের কথা অস্বিকার করে বলেন, নির্যাতিতা ওই গৃহবধু আমার কাছে এসেছিল। তার বর্ননা মতে, ঘটনাস্থল গৌরনদী থানা এলাকায় হওয়ায় তাকে মামলা করলে গৌরনদী থানায় করতে হবে।