খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলের রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী রায়ের (পুনর্বিবেচনা) রিভিউ আবেদন করেছেন। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার দুপুর ১২ টার দিকে তার আইনজীবী এ আবেদন দাখিল করেন।
মোট ১০৮ পৃষ্টার রিভিউ আবেদনে ১০ টি যুক্তি তুলে ধরা হয়েছে। সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত ৩০ অক্টোবর সাকা চৌধুরীর ফাঁসির দন্ড বহাল রেখে দেয়া পূনাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ।পূনাঙ্গ রায় প্রকাশের পর থেকে রিভিউ করতে ১৫ দিন সময় পান যুদ্ধাপরাধ মামলায় দন্ডপ্রাপ্ত আসামিরা।
গত ২৯ জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।