খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন ডিসেম্বরে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা করছে। আর সেখানে বাকি দু’টো দল হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের এআরওয়াই নিউজ এ খবর জানিয়েছে।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর ডিসেম্বরের মাঝ নাগাদ শেষ হবে তাই। ডিসেম্বরের প্রথম ভাগে এই সিরিজ আয়োজনের কোন সুযোগ নেই। সেক্ষেত্রে সিরিজটা হতে পারে ডিসেম্বরের শেষ ভাগে। আর এরপর জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা থাকলেও সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি; তাই একটা ‘মিনি’ এশিয়া কাপ আয়োজন করা যেতেই পারে।
জানা গেছে, বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর দুবাইয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের সাথে বৈঠক করেছেন। আর সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তিনি কোন আলোচনাই করতে চান না।
তবে, একটা ত্রিদেশীয় সিরিজের একটা দরজা খোলা রেখেছেন অনুরাগ। আর সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে তার ইচ্ছা বাংলাদেশকে আনা। তবে, এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এখনও কোন প্রস্তাব আসেনি।-সূত্র: পাকিস্তান টুডে।