খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
বিএনএফ-এর চেয়ারম্যান, সাধারণ পরিষদ, পরিচালনা পরিষদ, ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, সহযোগী সংস্থাসমূহ ও উপকারভোগীগণ প্রধানমন্ত্রীকে পুরস্কারে ভূষিত করায় জাতিসংঘের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজ বুধবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষে এক বিবৃতিতে একইসাথে প্রধানমন্ত্রীর দারিদ্র্য বিমোচন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশে বিএনএফ থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করে।