Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : জ্যামাইকান লেখক মারলন জেমস এ বছর সাহিত্যের 103অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার পুরস্কার অর্জন করেছেন। ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’ উপন্যাসটির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। ১৯৭০-এর দশকের কিংবদন্তীতুল্য জ্যামাইকান গায়ক বব মার্লের হত্যা প্রচেষ্টার উপর ভিত্তি করে ৬৮০ পৃষ্ঠার বিশাল আয়তনের এই উপন্যাসটি লিখেছেন ৪৪ বছর বয়সী মারলন জেমস। বিবিসি বলছে, লন্ডনের গিল্ডহলে স্থানীয় সময় মঙ্গলবার রাতে তার হাতে ৫০ হাজার পাউন্ডের (প্রায় ৬০ লাখ টাকা)এই পুরস্কার তুলে দেওয়া হয়। মারলন জেমসের হাতে ম্যান বুকারের পুরস্কার তুলে দেন ডাচেস অব কর্নওয়েল। পুরস্কারটি তিনি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন। মারলনের উপন্যাসটি সম্পর্কে ম্যান বুকার পুরস্কারের বিচারকদের প্রধান মাইকেল উড বলেন, এ বছর (২০১৫ সাল) পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘সবচে উত্তেজনাপূর্ণ’ উপন্যাস বিশাল আয়তনের ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’। এটি ‘চমকে ভরপুর’ ছিল বলেও তিনি মন্তব্য করেন। জ্যামাইকার প্রথম লেখক হিসাবে ম্যান বুকার জয়ী মারলনের তৃতীয় উপন্যাস ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’। উড জানিয়েছেন, বিচারকেরা দুই ঘণ্টারও কম সময়ে সর্বসম্মতভাবে মারলনের উপন্যাসটিকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন। যুক্তরাজ্যের দুইজন, যুক্তরাষ্ট্রের দুইজন, একজন জ্যামাইকার ও একজন নাইজেরিয়ার লেখক ছিলেন চলতি বছরের ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বইগুলো হল: মারলন জেমনের ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’, টম ম্যাকার্থির ‘সাটিন আইল্যান্ড’, চিগোউজি ওবিওমার ‘দ্য ফিশারম্যান’, সঞ্জীব সাহোতার ‘দ্য ইয়ার অব দ্য রানাওয়েস’, অ্যান টেইলারের ‘অ্যা স্পুল অব ব্লু থ্রেড’ এবং হানিয়া ইয়ানাগিহারার ‘অ্যা লিটল লাইফ’। আগের বছর ২০১৪ সালে অস্ট্রেলিয়ার লেখক রিচার্ড ফ্ল্যানাগান তার ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য ম্যান বুকার পেয়েছিলেন।