Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) 108তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ২০ নভেম্বর। পাক্কা ১ বছর বন্ধ থাকার পর পুনরায় মাঠে গড়াচ্ছে মালিকানা ভিত্তিক (ফ্র্যাঞ্চাইজি) দল নিয়ে আয়োজিত এই টোয়েন্টি২০ ক্রিকেটের আসর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর; ফাইনালটি হবে ১৫ ডিসেম্বর। বিদেশী এবং দেশী শিল্পীদের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিপিএলে গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক। দেশী ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলের অন্যতম আকর্ষণ বিদেশী ক্রিকেট তারকাদের উপস্থিতি। তবে অর্থের অঙ্ক কমে যাওয়ার এবারে ভাল মানের বিদেশী খেলোয়াগের দেখা মিলছে না। এরপরও বিপিএল গভর্নিং কাউন্সিলের দাবি, প্রায় ১০০ জনের মতো ভাল মানের বিদেশী খেলোয়াড় রয়েছে তাদের তালিকাতে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘প্লেয়ার্স বাই চয়েজ’ বা ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠানে ১৯৬ জন বিদেশী এবং ১২৩ জন স্থানীয় ক্রিকেটারের মধ্য থেকে আসরের ৬টি দল তাদের পছন্দমতো খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। অবশ্য বাংলাদেশের ৬ আইকন ক্রিকেটার (সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন ও তামিম ইকবালক) বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দল পাবেন। এমনকি ২৬ অক্টোবরের ‘প্লেয়ার বাই চয়েজ’ পর্বে আইকন খেলোয়াড়রা নিজ নিজ দলের হয়ে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ায় অংশও নেবেন। সংবাদ সম্মেলনে প্রথমেই বিপিএল তৃতীয় আসরের নানাবিধ বিষয় তুলে ধরেছেন আইএইচ মল্লিক। তিনি বলেছেন, ‘২০ নভেম্বর শুরু হয়ে বিপিএল চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয়ে শেষ হবে রাত ১০টা ০৫ মিনিটে। বিপিএল তৃতীয় আসর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে; চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। এ প্রসঙ্গে মল্লিক বলেছেন, ‘মিরপুরে শুরু হয়ে পরবর্তীতে ৫ দিনের জন্য চট্টগ্রামে বিপিএল অনুষ্ঠিত হবে। এরপর পুনরায় আবার ঢাকায় ফিরে আসবে বিপিএলের ম্যাচগুলো।’ বিপিএল তৃতীয় আসরের সেমিফাইনাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। পয়েন্ট টেবিলে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। জয়ী দল পাবে ফাইনালের ছাড়পত্র। অন্যদিকে, পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালের হেরে যাওয়া দল। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলটির হাতে উঠবে ফাইনালের ছাড়পত্র। এদিকে, আসরের জন্য ১৯৬ বিদেশী খেলোয়াড়ের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা; ৫৩ জন। অন্য দেশগুলোর মধ্য থেকে কেবল ভারতীয় দলের কোনো খেলোয়াড় থাকছে না। কেননা, ভারত তাদের কোনো খেলোয়াড়কে বিদেশী লিগে অংশ নিতে দেয় না। পাকিস্তানের পাশাপাশি বিপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করা দেশগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৩৪, শ্রীলঙ্কার ২৫, ইংল্যান্ডের ৫৩, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ এবং অন্য দেশের ১৫ জন ক্রিকেটার রয়েছেন। বিদেশীদের এই তালিকায় ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, তিলকারতেœ দিলশানের মতো সুপারস্টারও রয়েছেন। তারা অবশ্য সর্বোচ্চ ৭০ হাজার ডলারে খেলতে ইচ্ছুক নন। তাদেরকে বাড়তি অর্থ দিয়ে ফ্র্যাঞ্চাইজিরা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দলে নিচ্ছে। এ প্রসঙ্গে আইএইচ মল্লিক বলেছেন, ‘তালিকার বাইরে কিছু কিছু টপ লিস্টেড খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিরাই নিয়ে এসেছে; এদের মধ্যে সাঙ্গাকারা, ডেসকাট, আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক, দিলশান রয়েছেন। বিসিবি ৭০ হাজার ডলারে বেশি অর্থের দায় নেবে না। এটা আমরা খেলোয়াড়দের জানিয়ে দিব।’ বিপিএলের তৃতীয় আসরে মূল একাদশে ৪ জন বিদেশী খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক। একটি দল সর্বোচ্চ ১২ জন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। ‘প্লেয়ার বাই চয়েজ’ তালিকায় থাকা বিদেশী ১৯৬ জনের মধ্য থেকে কমপক্ষে ৩ জন খেলোয়াড়কে কিনতে বাধ্য প্রতিটি দল। নির্বাচকরা ১২৩ জন স্থানীয় খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করেছে। সেই তালিকায় আইকন ছাড়াও ৪টি গ্রেড রয়েছে। ‘এ’ গ্রেডের খেলোয়াড় ১৭, ‘বি’ গ্রেড ৩৬, ‘সি’ গ্রেড ৪৬ এবং ‘ডি’ গ্রেড ২১ জনের। এর মধ্যে ব্যাটসম্যান ৬৩ জন, বোলার ২৫ জন এবং ১৫ জন অলরাউন্ডার রয়েছেন। স্থানীয় খেলোয়াড়দের সরাসরি দলে নেওয়ার কোনো অপশন নেই। তাদেরকেও প্লেয়ার্স বাই চয়েজের মাধ্যমেই দলে নিতে হবে। এক সপ্তাহের মধ্যে আইকন খেলোয়াড়াদের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ট্যাগ করে দিবে বিপিএল গভর্নিং কাউন্সিল। উল্লেখ্য, বিদেশী খেলোয়াড়েদের ৪টি ক্যাটাগরিতে পেমেন্ট দেওয়া হবে। ‘এ’ গ্রেডের মূল্য ৭০ হাজার, ‘বি’ গ্রেড ৫০, ‘সি’ গ্রেড ৪০ এবং ‘ডি’ গ্রেডের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার। স্থানীয় খেলোয়াড়দের ৫টি ক্যাটাগরিতে পেমেন্ট দেওয়া হবে; আইকন ৩৫ লাখ, ‘এ’ গ্রেড ২৫ লাখ, ‘বি’ গ্রেড ১৮ লাখ, ‘সি’ গ্রেড ১২ লাখ এবং ‘ডি’ গ্রেড ৫ লাখ টাকা।