Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : ইরানি এক গবেষক ন্যানো প্রযুক্তি ব্যবহার করে 115কীটনাশক তৈরি করতে সক্ষম হয়েছেন। এ সংক্রান্ত প্রকল্পের পরিচালক ড. নার্গিস মেমারিজাদেহ জানিয়েছেন, পরিবেশের কোনো ক্ষতি না করেই ন্যানো প্রযুক্তিতে তৈরি কীটনাশক দিয়ে ক্ষতিকারক পোকামাকড় দমন করা সম্ভব হবে। এর ফলে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, বিশ্বে বিভিন্ন ধরণের কৃত্রিম কীটনাশক ব্যবহার করা হয়। কীট নির্মূল করার পাশাপাশি এ সব কীটনাশক পরিবেশের মারাত্মক ক্ষতি করে। ন্যানো প্রযুক্তি দিয়ে যে কীটনাশক তৈরি করা হয়েছে তা সূর্যের আলোতে ভেঙ্গে যায়। একই সঙ্গে এ কীটনাশক জীবদেহে বিরূপ প্রভাব ফেলে না। নতুন কীটনাশক অল্পমাত্রায় ব্যবহার করে কাঙ্খিত ফল পাওয়া যায়। তুঁত পাতার মথের উপর এ কীটনাশকের পরীক্ষা চালানো হয়। তাতে দেখা গেছে, কীট ধ্বংস করার জন্য স্বল্পমাত্রায় এটি ব্যবহার করতে হচ্ছে। ফলে এটি পরিবেশের জন্য কোনো বিপদ বা হুমকি হয়ে দেখা দেবে না। পাতাবাহারসহ তামাক, পেস্তাবাদাম ও তুলার মতো ফসলে এ কীটনাশক নিরাপদে ব্যবহার করা যাবে।