খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে দুই বাজারেই কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৩০৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি টাকা বা ৩১ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি টাকার শেয়ার। এ দিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। দিন শেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৭ পয়েন্টে। লেনদেন হয় ২০ কোটি টাকার। এ বাজারে লেনদেনে অংশ নেয় ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।