খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে কেডিএস এক্সেসরিজের। ‘এন’ ক্যাটাগরি হিসেবে লেনদেন শুরু হওয়া এ কোম্পানির ট্রেডিং কোড হচ্ছে ‘কউঝঅখঞউ’. এদিকে লেনদেন শুরুর প্রাক্কালে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ‘১৫ থেকে জুন ‘১৫) ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস)করেছে ৫৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার বিবেচনায় কোম্পানিটি এ আয় হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আইপিও পূর্ববর্তী ওয়েটেড এভারেজ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ৭৬ পয়সা। একই সময়ে পুর্ববর্তী বছরে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৫৭ পয়সা। এছাড়া আইপিও পূর্ববর্তী চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে ( জানুয়ারি ‘১৫ থেকে জুন ‘১৫) কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.৫৮ টাকা। একই সময়ে পূর্ববর্তী বছরে কোম্পানিটির মুনাফার পরিমান ছিল ৪ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.০১ টাকা। আইপিও পরবর্তী প্রথম ৬ মাসের হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হচ্ছে ২২.৬৩ টাকা। প্রসঙ্গত, কেডিএস এক্সেসরিজ পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর করার অনুমোদন পায় কোম্পানিটি। গত ১০ সেপ্টেম্বর এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। চাহিদার তুলনায় ৩৪.৫৪ গুণ আবেদন জমা পড়ে আইপিওতে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেডিএস এক্সেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২. ২৯ টাকা। শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) ছিল ১৯.৬৩ টাকা।