খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : হিসাব বছর শেষ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি স্টক এক্সচেঞ্জ রেগুলেশন ১৯ (১) অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। পর্ষদ সভায় ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ করা হবে। এ ছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ (সভা) অনুষ্ঠানের সময়, ভেন্যু নির্ধারণ করা হবে। কোম্পানিগুলো হল— মাইডাস ফাইন্যান্স, ডেসকো ও আনলিমা ইয়ার্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ অক্টোবর বেলা সাড়ে ৪টায়, ডেসকোর পর্ষদ সভা ২১ অক্টোবর বেলা সাড়ে ৫টায়, আনলিমা ইয়ার্নের ২৫ অক্টোবর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।