খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : পুরুষ ও মহিলারা তাদের পাকা চুল ঢাকার জন্য অনেক সময় বিভিন্ন ধরণের কালার ব্যবহার করে থাকে। তাদের মনে সবসময় এক ধরণের চিন্তা থাকে যে তাদের পাকা চুলগুলো যেন কারও চোখে না পড়ে। এর জন্য তারা বিভিন্ন ধরণের দামী কালার ব্যবহারের অভ্যাস গড়ে তোলে। আপনার যদি আলুর তৈরি বিভিন্ন খাবার অনেক পছন্দের হয়ে থাকে তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। আলুর খোসা দিয়ে আপনার অত্যন্ত উপকার হবে। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে সেই খোসার সাথে পানি মিশিয়ে এটি সিদ্ধ করে নিন। এরপর ঠাণ্ডা করে ছেঁকে নিন। এবার ব্রাশ দিয়ে কালার যেভাবে চুলে লাগান ঠিক সেভাবেই আলুর খোসার এই পানি চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন।