খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : পাবনার বেড়া উপজেলায় একই স্থান ও সময় আওয়ামী লীগের দু’গ্র“পের সভা আহবানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাত ১২ পর্যন্ত ওই এলাকায় এ আদেশ বলবৎ থাকবে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল ৩ টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ গ্র“প বেড়া পৌর এলাকার পায়না প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা আহবান করে। একই স্থানে একই সময়ে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে এলাকায় মাইকিং হচ্ছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বিবাদমান দুগ্র“পের উত্তেজনাকর পরিস্থিতির কারণে আইনশৃংখলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।