খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : সারা দেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসব অভিযানে ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৩৫ কেজি গাঁজা, ১১৩টি ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল, ২২৫ কেজি চোরাই চা, ১টি সিএনজি অটোরিকশা, ৩টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১২ হাজার ৯৮০ টাকা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত আড়াইটায় র্যাব-১ গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টাকারী মো. সাদ্দাম হোসেনকে (২৪) গ্রেপ্তার করে। র্যাব-৭ চট্টগ্রামের হালিশহরের দক্ষিণ আগ্রাবাদ ছোটপুল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ১১৩টি ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয়র নগদ ১২ হাজার ৯৮০ টাকাসহ তিনজনকে ধরা হয়। একই দিন সকালে হবিগঞ্জের মাধবপুরের করোয়া নোয়াপাড়া এলাকায় সিএনজি অটোরিকশায় মাদক দ্রব্য পরিবহনের সময় ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব-৯। তাদের কাছে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়। র্যাব-৯ এর আরেকটি দল শ্রীমঙ্গলে একই দিন বিকালে ২২৫ কেজি চোরাই চাসহ দুজনকে গ্রেপ্তার করে। এরা হলেন অমূল্য দাস (৪৩) ও মো. তাজুল ইসলাম (৩৬)। একই দিন কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে র্যাব-১২ এর অভিযানে দুটি চোরাই মোটর সাইকেলসহ ধরা পড়েন চোরাই মোটরসাইকেল ব্যবসায়ী চক্রের ৫ সদস্য। এরা হলেন, মো. আব্দুর রশিদ (৩৩), আরিফুল ইসলাম (৫২), রাশেদুল ইসলাম (৩২), মাসুম মালিথা (৪৬), লোকমান হোসেন (৪৪)। একই দিন দিনাজপুরের বড়বন্দর এলাকায় র্যাব-১৩ এর অভিযানে ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি মোটর সাইকেল ও ১টি মোবাইল সেটসহ গ্রেপ্তার হন সবুজ আহম্মেদ (৩১) নামে এক ব্যক্তি।