খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ :প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম যাচ্ছেন। এ সফরে তিনি জেলার সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে ছিটমহলবাসী দীর্ঘদিন আন্দোলন করেছেন। অবশেষে গত ১ আগস্ট ভারত-বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহল মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ১১১টি ছিটমহলের ১৭ হাজার ২৫৮ একর জমি এবং ভারত পেয়েছে ৫১টি ছিটের ৭ হাজার ১০২ একর জমি। জনগণনা অনুযায়ী, বাংলাদেশের ১১১টি বিলুপ্ত ছিটমহলের লোকসংখ্যা ৪১ হাজার ৪৪৯। এখানকার জীবনমান উন্নয়ন করে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সরকার বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় যাবেন। পরে কুড়িগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করে বেলা আড়াইটায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। এছাড়া প্রধানমন্ত্রী বিদ্যুতের আলো জ্বালিয়ে ছিটমহলবাসীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার সূচনা করবেন। ঘোষণা করবেন ইন্দিরা-মুজিব দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদের। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে দাসিয়ারছড়া। স্থানীয় বাসিন্দা আলতাব হোসেন বলেন, ‘বিলুপ্ত ১১১টি ছিটের মধ্যে সবচেয়ে বড় কুড়িগ্রামের দাসিয়ারছড়া। সরকারপ্রধান এখানে আসবেন— এটা আমাদের কাছে স্বপ্নের মতো। তাকে বরণ করতে আমরা অধীর আগ্রহে বসে আছি।’ কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ জানান, সদ্য বিলুপ্ত ছিটমহলসহ সরকারি কলেজ মাঠে জনসভার জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।