Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য সরদার 18আমজাদ ফারুকের রাজনৈতিক কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরো ১৩ জন। বুধবার পাঞ্জাবের দেরা গাজী খান জেলার তাউনসা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি ডন জানিয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা গুলাম মুবাশির মাইকান প্রথমে ৫ জন নিহতের খবর জানিয়েছিলেন। তিনি আরো জানান, উদ্ধারকারীরা দ্রুত বিস্ফোরণস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধারের পর স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বোমা বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। কোনো পক্ষ বা দলও এ হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা সরদার আমজাদ ফারুকের বাসায় দুই মোটরসাইকেল আরোহী প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে দলের এক স্থানীয় নেতাও নিহত হয়েছেন। হামলার সময় আমজাদ ফারুক ইসলামাবাদে ছিলেন। তবে ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে ৪০ জন মানুষ উপস্থিত ছিলেন। মূলত, বিচার-শালিশ ও বিভিন্ন সমস্যার কথা সাংসদকে জানাতেই লোকজন ওই কার্যালয়ে আসে।