খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : রেফারিদের সমালোচনা করায় জোসে মরিনিয়োকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ)। চেলসি কোচকে ৫০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হারের পর ম্যাচে শেষে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মরিনিয়ো। ওই ম্যাচে চেলসিকে একটি পেনাল্টি দিতে রেফারি রবার্ট ম্যাডলি ‘ভয়’ পাচ্ছিলেন বলে মন্তব্য করেন এই পর্তুগিজ কোচ। নিষেধাজ্ঞার শাস্তি অবশ্য এখনই পাচ্ছেন না মরিনিয়ো। আগামী এক বছরের মধ্যে এই অপরাধ আবারও করলে শাস্তিটি কার্যকর হবে। গতবারের লিগ শিরোপা জেতা চেলসির এই মৌসুমটা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জেতা দলটি ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠদশ স্থানে আছে।