খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে হেরে যাওয়ার
ক্ষতি প্যারাগুয়ের বিপক্ষে জিতে পোষাতে চেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়ে আসতে হয়েছে বলে হতাশ দেশটির কোচ জেরার্দো মার্তিনো। রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে প্রথম ম্যাচে একুয়েডরের কাছে ২-০ গোলে হারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্তিনো ম্যাচ শেষে তার খেলোয়াড়দের শক্ত মানসিকতার প্রশংসা করলেও নিজের অসন্তুষ্টির কথাও গোপন রাখেননি। “তিন পয়েন্ট, যার জন্য আমরা এসেছিলাম তা পাইনি বলে আমরা হতাশ। আমি এই পয়েন্ট (এক পয়েন্ট) নিয়ে সন্তুষ্ট নই।” “খেলোয়াড়রা যে চেষ্টা করেছে তাতে আমি খুশি। দ্বিতীয়ার্ধের চেয়ে প্রথমার্ধে ভালো খেলেছে তারা”, যোগ করেন ৫২ বছর বয়সী এই কোচ। দুটি ম্যাচের মধ্যে সময় খুব বেশি পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “এই ম্যাচগুলো থেকে বাজে বিষয় হচ্ছে, আমাদের পাওয়া পয়েন্টের পরিমাণ। দুর্ভাবনার বিষয় হচ্ছে একুয়েডরের কাছে হারটি।” বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা তাদের পরের ম্যাচটি খেলবে আগামী ১৩ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে।