Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : তিনি ঘুমিয়ে ছিলেন, আর বাচ্চাটি খেলছিল। আর 34তাতেই ব্যাঘাত ঘটছিল তার ঘুমের। শুধু এ জন্য ৬ বছরের শিশুটির হাতের আঙুল ও গোপনাঙ্গ কেটে নিল এক পাষন্ড মহিলা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে চীনের পূর্ব প্রদেশে শাওডং শহরে। জানা গেছে, অভিযুক্ত মহিলার নাম লিউ। সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ঘটনার বিবরনে জানা যায়, প্রতিবেশীর ৬ বছর বয়সী জিয়াওমিং তার ঘরে খেলা করতে এসেছিল। সেইসময়ে ঘুমিয়ে ছিল লিউ। জিয়াওমিংকে প্রথমে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় লিউ। তবে ছোট্ট শিশুটি ফের ঘরে ঢুকে খেলতে শুরু করলে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে লিউ। তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে ছুরি-কাঁচি নিয়ে এসে তা দিয়ে শিশুটির সারা গায়ে কোপাতে থাকে সে। এমনকী হাতের আঙুল ও গোপনাঙ্গও কেটে দেয়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে পুলিশ গিয়ে গ্রামের বাড়ি থেকে লিউকে গ্রেফতার করেছে। গুরুতর আহত জিয়াওমিংকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখনও অচৈতন্য অবস্থায় রয়েছে শিশুটি। তার পিতা ঝোউ জানান, ছেলের হাতের বেশ কয়েকটি আঙুল নেই, এমনকী কেটে নেওয়া গোপনাঙ্গটিও খুঁজে পাওয়া যায়নি। এই নৃশংস ঘটনার জন্য ১০ বছরেরও বেশি জেল হতে পারে অভিযুক্ত লিউয়ের।