খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : দলের প্রতি আনুগত্য নিশ্চিত করার জন্য দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিহন মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার মাদারীপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতেও স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। “আমাদের দেশে প্রথম দিকে হয়ত দ্বিধাধন্দ হতে পারে, কিন্তু পরবর্তীতে দুতিনবার হলে আর ঝামেলা মনে হবে না।” এতে রাজনৈতিক আর্দশের প্রতি আনুগত্য এবং দায়িত্বশীলতা বাড়বে বলে মনে করেন তিনি। “এ কারণেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে স্থানীয় নির্বাচন দলীয় মনোনয়ন এবং প্রতীকে হবে, যা যথাযথ আইনগত প্রক্রিয়ায় মাধ্যমে বাস্তবায়ন করা হবে,” বলেন মন্ত্রী। সকাল ১০টার দিকে স্থানীয় ‘দৈনিক মাদারীপুর সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আগে শাজাহান খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে ‘দৈনিক মাদারীপুর সংবাদ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন।