খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. খিজির খান হত্যা মামলায় গ্রেফতার দু’জনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসামিদের বৃহস্পতিবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজুর রহমান। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদার শুনানি শেষে এ আদেশ দেন। প্রসঙ্গত, মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারিকুল ইসলাম ওরফে মিঠুকে (৩০) এবং তার সহযোগী আলেক বেপারীকে (৩৫) বুধবার মিরপুর থেকে গ্রেফতার কর হয়। গ্রেফতার তারিকুল জেএমবি নেতা বলে দাবি গোয়েন্দা পুলিশের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) মাফুজুল ইসলাম দু’জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গাইল থেকেগ্রেফতার তারিকুল জেএমবি নেতা। তার নেতৃত্বে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’ এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে মিঠুর কাছ থেকে লুণ্ঠিত দুটি ক্যামেরা ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।’ ৫ অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর জ-১০/১, মধ্য বাড্ডায় নিজ বাড়ির দোতলায় ‘রহমতিয়া খানকা শরিফ’-এ দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে খিজির খানকে। এরপর তার ছোট ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।