Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

AIBL-Governor-Congratulation-Pressখোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য সাময়িকী ‘দি ইমার্জিং মার্কেটস’ কর্তৃক এশিয়ার সেরা গভর্নর হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৫ অক্টোবর, ২০১৫ বৃহস্পতিবার গভর্নর মহোদয়ের দপ্তরে ড. আতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ. এফ. এম. আসাদুজ্জামান এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরে ড. আতিউর রহমান -এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মাননা। এর আগে জানুয়ারি মাসে তিনি কেন্দ্রীয় ব্যাংক থেকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের কৌশল গ্রহণের জন্য লন্ডনভিত্তিক ‘দি ফাইন্যান্সিয়াল টাইমস’ এর সহযোগী অর্থবিষয়ক সাময়িকী ‘দি ব্যাংকার’ কর্তৃক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ‘শ্রেষ্ঠ গভর্নর’ নির্বাচিত হন।