Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : ঢাকার দুই সিটি 50করপোরেশনের পাশাপাশি আরও তিন নগরীর স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য অনলাইনে এনেছে আইসিডিডিআর,বি। ‘ম্যাপিং দ্য আরবান হেলথ সার্ভিসেস ল্যান্ডস্কেপ ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচনের পর বৃহস্পতিবার এই মানচিত্র ইন্টারনেটে অবমুক্ত করা হয়। যে কেউ ঁৎনধহযবধষঃযধঃষধং.ফমযং.মড়া.নফ এবং ঁৎনধহযবধষঃযভধপরষরঃরবং.রপফফৎন.ড়ৎম-এই দুই ঠিকানায় এই ম্যাপ দেখতে পাবেন। ঢাকার দুই সিটি করপোরেশন এবং রাজশাহী, নারায়গঞ্জ ও সিলেট শহরের কোথায় কোন স্বাস্থ্য সেবা পাওয়া যাবে, তা চিহ্নিত করা হয়েছে এই ম্যাপে। আইসিডিডিআরবি,র ‘দ্যা সেন্টার ফর ইকুইটি অ্যান্ড হেলথ সিস্টেমস’ এই গবেষণা পরিচালনা করে। এর নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সমাজবিজ্ঞানী অ্যালেন এম অ্যাডামস। খুলনার স্বাস্থ্য সেবার মানচিত্র তৈরির কাজ ইতোমধ্যে শেষ হলেও এখনও তা অনলাইনে আপলোড করা হয়নি বলে জানান তিনি। আইসিডিডিআরবি,র গণমাধ্যম ব্যবস্থাপক একেএম তারিফুল ইসলাম খান বলেন, “চট্টগ্রাম নগরের কাজও শেষের দিকে। আজ আমরা ঢাকার গবেষণা ফলাফল প্রকাশ করেছি। পরে বাকিগুলোর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। চট্টগ্রামের কাজ শেষ হলে সেটাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।” স্বাস্থ্য মানচিত্রে এসব শহরে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তারের চেম্বার, অপটিক্যাল শপ, ডেলিভারি সেন্টার, ব্লাড ব্যাংক, ফার্মেসি, টিকাদান কেন্দ্র ও ওষুধের দোকানের অবস্থান সম্পর্কে জানা যাবে।