Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : মুসলিমদের বিরোধিতায় 56একদিকে যেখানে অস্ত্র হাতে আরএসএস। পাকিস্তানি লেখকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান করায় কালি মেখে দেয়া হচ্ছে বিজেপি নেতাকে। সেখানে এই খবর চমকে দেয়ার মতোই। পাকিস্তানের করাচির বাসিন্দা ১৫ বছরের সাবা আহমেদকে কিছুদিন আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করেন তার মা। কিন্তু চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ দরকার সাবার পরিবারের কাছে তা ছিল দুঃসাধ্য। তবে সেই দুঃসাধ্যকে সাধ্য করতেই এগিয়ে এল মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাবা আহমেদ ‘উইলসন ডিসঅর্ডার’ নামের এক অদ্ভুত রোগে আক্রান্ত। ডাক্তাররা জানিয়েছেন, এ রোগে আক্রান্ত রোগীরা ধীরে ধীরে শারীরিক সক্ষমতা হারিয়ে অকেজো হয়ে পড়েন। প্রথমে পাকিস্তানের বিভিন্ন হাসপাতাল ঘুরে সাবাকে মুম্বাইয়ে আনা হয় উন্নত চিকিৎসার জন্য। ব্লু বেলিজ নামের মুম্বাইয়ের ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করে সাবার পরিবারের কাছে জমা দেয়। সাবার মা বলেন, আমাদের কাছে কেবল ৮০ হাজার রুপি ছিল। কিন্তু হাসপাতালের বিল উঠেছিল ২ লাখেরও বেশি। আর পুরো চিকিৎসার আরো বেশি অর্থের প্রয়োজন ছিল। ব্লু বেলিজ তাদের কর্মীদের প্রচেষ্টায় তিন মাসে ১০ লক্ষ টাকা তুলে দেয়। সাবা আহমেদকে পুরোপুরি সারিয়ে তুলতে প্রয়োজন আরো ৭ লাখ টাকা। সেটা সংগ্রহ করতে কাজ করে যাচ্ছে ব্লু বেলিজ। সংগঠনটির সঙ্গে যুক্ত শাহবিয়া বিবিসির সঙ্গে কথোপকোথনে বলেন, একদিন পত্রিকায় মেয়েটির খবর পাই আমরা। অসহায় পরিবারটির কথা জেনে আমাদের সবার ভেতর অন্যরকম মায়া অনুভূত হয়। এ জন্য সিদ্ধান্ত নেই যেভাবেই হোক তার চিকিৎসায় আমরা সহায়তা করবো। ভারতের উগ্রপšি’ সংগঠন শিবসেনার তা-বে যখন মুসলিমরা কোণঠাসা। ঠেকিয়ে দেয়া হচ্ছে গুলাম আলীর কনসার্ট। সেখানে এরকম একটি উদ্যোগ সবার মধ্যে অন্যরকম সাড়া ফেলেছে। মানবসেবার অনন্য এ নজির সত্যিই অতুলনীয়।