Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : নানা জল্পনা-কল্পনার পর 59অবশেষে নভেম্বরে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। প্রথম ২টি আসরে ফিক্সিং বিতর্কের কারণে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বসতে যাচ্ছে এই আসর। তাই প্রথমবারের মতো বিপিএলে থাকছে এলিমিনেটেড রাউন্ড। সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছার ক্ষেত্রে প্রযোজ্য হবে রাউন্ডটি। বুধবার (১৪ অক্টোবর) বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবার সেমিফাইনালটা একটু ভিন্ন ফরম্যাটে করছি। আইপিএল স্টাইলে যাচ্ছি আমরা। দুই ফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রে থাকছে এলিমিনেটেড রাউন্ড।’ এলিমিনেটেড রাউন্ডের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপর সেমিফাইনালে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল দুটি মুখোমুখি হবে। এ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দলটি। বিজয়ী দলটি খেলবে ফাইনালে। এবারের আসরে প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায় আর দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। প্রসঙ্গত, ২২ নভেম্বর উদ্বোধণী ম্যাচ হতে যাচ্ছে আর ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।