খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত দাবি করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, তাতে যদি বিএনপির কোনো নেতার সম্পৃক্ততার প্রমাণ মেলে, তবে তিনি দল ছাড়বেন। দুই বিদেশি হ্ত্যাকাণ্ডে খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজের বাড়িতে সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শাহ মোয়াজ্জেম বলেন, “প্রধানমন্ত্রীর কথামতে এটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিৎ। “কারণ প্রধানমন্ত্রী যখন বিরোধীদলীয় নেত্রীকে (খালেদা জিয়া) এর মধ্যে জড়িয়েছেন কি না আমি জানি না, অন্তত প্রয়াস পেয়েছেন। তাতে এটা সর্বোচ্চ ফোরামেই তদন্ত হওয়া দরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়ে একটা কমিটি করা হোক।” “ওই কমিটি করে যদি এর সাথে খালেদা জিয়া জড়িত থাকেন, আই উইল বি দ্য লাস্ট টাইম টু সাপোর্ট হার। যদি তারেক জিয়া এর সাথে জড়িত থাকেন, আমি বিএনপিতে থাকা তো দূরের কথা, আই উইল বি দ্য লাস্ট পারসন টু সাপোর্ট দেম,” বলেন তিনি। শাহ মোয়াজ্জেম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্ত বিঘিœত হবে, তদন্ত কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে জাতীয় পাটি এবং জাতীয় পার্টি থেকে বিএনপিতে ফেরা ৭৮ বছর বয়সী এই রাজনীতিক অসুস্থতার মধ্যে সাংবাদিকদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিদেশি হত্যাকাণ্ডের পর কূটনীতিকপাড়ায় সীমান্ত রক্ষীবাহিনীর সদস্য মোতায়েনের সমালোচনাও করেন সাবেক এই মন্ত্রী। “বিজিবিকে রাজধানীতে কেন মোতায়েন করা হবে। তাদের কাজ তো সীমান্তে। যার কাজ তারে সাজে, অন্য লোকের লাঠি বাজে।” গাইবান্ধায় শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলির মামলায় আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তারে দেরির সমালোচনাও করেন তিনি। “কেন আদালত তাকে সেদিনই গ্রেপ্তার করতে বলল না? অ্যাটর্নি জেনারেল পরে যাচ্ছেন ওই অর্ডারটা পরিবর্তন করতে। শুনেছি, তিনি পরিবর্তনও করছেন। কালকে ওই সাংসদ গ্রেপ্তারও হয়েছে। তবে এসব দেখে মনে হয়েছে, এটা সাজানো খেলা।” শাহ মোয়াজ্জেম হোসেন এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রশংসাও করেন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম। “সে আমার দেশেরই ছেলে। আমি এক সময় তাদের বাড়িতে ভাড়াও থাকতাম। যাই হোক সে গুড বয়, নাইস বয়। আমার সঙ্গে সুসম্পর্ক।” রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারী থাকার মধ্যেও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। “এখানে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, গৃহপোষ্য বিরোধীদলীয় নেতা নারী, বাইরের একটি বৃহত্তর দলের নেত্রীও নারী। এটাকে নারীস্থান ইজিলি বলা যায়।” রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এই বক্তব্যের সঙ্গে একমতও পোষণ করেন বাংলাদেশে এই পর্যন্ত ক্ষমতায় যাওয়া সব কটি দল করে আসা শাহ মোয়াজ্জেম। স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করায় আপত্তি স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধনে সরকারের উদ্যোগের বিরোধিতা করেন সামরিক শাসক এইচ এম এরশাদের স্থানীয় সরকারমন্ত্রী শাহ মোয়াজ্জেম। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না- জানতে চাইলে বলেন, ‘‘ দলের চেয়ারপারসন লন্ডন থেকে ফিরে এলে নীতিনির্ধারণী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। “তবে আমি ব্যক্তিগতভাবে দলীয় প্রতীক ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নই।” শাহ মোয়াজ্জেম বলেন, “আমি দীর্ঘদিন স্থানীয় সরকারমন্ত্রী ছিলাম। উপজেলা পদ্ধতিটা আমার ব্রেইন চাইল্ড। উপজেলায় কোনো কর নেই। সরকার থেকে যে অর্থ বরাদ্দ করা হয়, সেই অর্থ দিয়ে তাদের মাতব্বরি। তাদেরকে গাড়িও দেওয়া হয়। “এই উপজেলায় যখন নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান হয়ে যান, তখন তারা কিন্তু অলমোস্ট গভার্নমেন্ট সার্ভেন্টের মতো হয়ে যায়।” “আমাদের অনেক উপজেলা, পৌরসভার চেয়ারম্যান জেলে আছেন, মামলা-হামলায় আছেন। গাজীপুরের মেয়র আবদুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে, তিনি জেলে আছেন। এখনও যারা স্থানীয় সরকারের আছেন, তারা সরকারের পক্ষে কাজ করতে হচ্ছে, এটাই বাস্তবতা।” কোনোভাবেই জঙ্গিবাদের উত্থান হতে দেব না: প্রধানমন্ত্রী বিএনপি জড়িত থাকলে দল ছাড়ব: শাহ মোয়াজ্জেম ফাইল ছবি ফখরুলের নাশকতার মামলায় অভিযোগ গঠন ফের পেছাল খালেদা দ্রুত ফিরে আন্দোলনে নেতৃত্ব দেবেন: ফখরুল স্থানীয় নির্বাচনেও সুযোগ নেই জামায়াতের পাবনায় ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০ মুজাহিদ, সাকার রিভিউ আবেদন ভাইয়ের আসনেও ভোটে বাদ কাদের সিদ্দিকী বিদেশি হত্যায় বিএনপি জড়িত থাকলে দল ছাড়ব: শাহ মোয়াজ্জেম কোনোভাবেই জঙ্গিবাদের উত্থান হতে দেব না: প্রধানমন্ত্রী ফখরুলের বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগ গঠন ফের পেছালো খালেদার দুর্নীতি মামলায় ব্যাংক কর্মকর্তাকে জেরা খালেদা দ্রুত ফিরে আন্দোলনে নেতৃত্ব দেবেন: ফখরুল বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই: নাসিম পাবনায় ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০ স্থানীয় নির্বাচনেও সুযোগ নেই জামায়াতের যুদ্ধাপরাধী মুজাহিদ, সাকার রিভিউ আবেদন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে এক নেতাকে মারধর সর্বাধিক পঠিত অভিষেকে সবচেয়ে বাজে আদিল রশিদ! শুভশ্রীকে দেয়া কথা রাখলেন দেব বরিশালে গেইল, সিলেটে আফ্রিদি, ঢাকায় সাঙ্গাকারা এবার আর্জেন্টিনা নিয়ে ভাবছে ব্রাজিল বিপিএলের স্বার্থে কম টাকা পাবেন সাকিব ব্যালন ডি’অর মেসির: মাথেউস ধোনি বীরত্বে সিরিজে সমতা ভারতের গ্রামীণফোনের কলড্রপে ক্ষুব্ধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার গাইবান্ধার এমপি লিটন ভাত ছাড়া চলে না যে নায়িকার