Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : মালয়েশিয়া এবং বাংলাদেশে দুদেশের সরকারি 2কর্মকর্তাদের ভিসা মুক্ত চলাচল ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়া যেতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের আর ভিসা লাগবে না। একই সাথে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারাও বাংলাদেশে ভিসামুক্ত চলাচল করতে পারবেন। উভয় দেশে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট যাদের রয়েছে, তারা ভিসা ছাড়াই একে অন্যের দেশে প্রবেশ করতে পারবেন। তারা প্রত্যেকবার ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। গত বছরের ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরকালে পুত্রাজায়ায় এ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল। এই চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে ৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তারপর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্যে বর্ধিত হবে। বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় অনুমোদনের কাজ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করেছে।