Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাইদুগুরিতে 12একটি মসজিদে দুটি বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ৪২ এ গিয়ে দাঁড়াতে পারে বলে জানা গেছে। দেশটির জরুরি সংস্থার বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক নিয়ন্ত্রক জানিয়েছেন, প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী মাইদুগুরির শহরতলীতে মুলাই নামক স্থানে অবস্থিত ওই মসজিদের ভেতরে বোমার বিস্ফোরণ ঘটান। তিনি জানান, প্রথম বিস্ফোরণের পর মানুষেরা মসজিদের ভেতর থেকে দ্রুত বের হওয়ার সময় দ্বিতীয় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শহরটি প্রায়ই ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলার শিকার হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় চালানো এই হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। দুই দফা আত্মঘাতী বোমা হামলায় অনেক মানুষ আহতও হয়েছেন। এরআগে মঙ্গলবার মাইদুগুরিতে তিনটি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে চারজন নিহত হন। গেল সেপ্টেম্বর মাসে একই শহরে তিনটি বিস্ফোরণে ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।