Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেয়ার জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল-মানা ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি বলেন, ‘২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরবীয় এই দেশটির বিপুলসংখ্যক দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশে বহু দক্ষ জনশক্তি রয়েছে। বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে বিপুল উন্নয়ন কাজের জন্য কাতার বাংলাদেশ থেকে তাদের প্রয়োজনীয় জনশক্তি নিতে পারে।’
আবদুল হামিদ বলেন, কাতারে প্রায় আড়াই লক্ষ বাংলাদেশি কাজ করছে এবং বাংলাদেশ ও কাতার উভয় দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশ কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
রাষ্ট্রপতি সুবিধামত সময়ে কাতারের আমীরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ তাকে স্বাগত জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। ভ্রাতৃপ্রতিম ২টি মুসলিম দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করেন।
আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল-মানা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাতার তার সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, আরও বাংলাদেশি শ্রমিক যাতে সেখানে যেতে পারে সেজন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সম্পর্ক গতিশীল করতে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।