Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্ণিকাট বলেছেন, ‘বৈশ্বিক ক্রেতারাও জানে যে, কীভাবে একজন শ্রমিক কাজ করছে। এ প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক ও শ্রমিকরা একসঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনই সহজ নয়।’
শুক্রবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় নাসরিন রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইস্ট ওয়েস্ট শিল্পপার্ক লিমিটেড এ শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ তৈরি পোশাক খাতে গত আড়াই বছরে বেশ সক্ষমতা অর্জন করেছে। বিশেষত, শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। আবার অনেক কাজ বাকি রয়েছে।’
তিনি বলেন, ‘এখানে দেখতে এসেছি, বাংলাদেশের শ্রমিকরা ও তাদের শিশুরা কীভাবে জীবন-যাপন করছে। আমার দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পাচ্ছে যে, শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে ও একত্রিত হতে পারছে।’
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট শিল্পপার্কের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিজিএমইএ-এর সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তানভির জেট রশিদ, রুমানা রশিদ ও আওলাদ হোসেন।
অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মকর্তাদের যে সন্তানেরা নার্সারী থেকে কলেজ পর্যন্ত অধ্যয়ন করছে তাদের মধ্যে থেকে ১১৩ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।