খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : বেগম খালেদা জিয়া বিদেশিদের হত্যা করে সরকার পতন ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষকে হত্যা করে সরকার পতন ঘটাতে না পারায় কৌশল পাল্টিয়ে বিদেশীদের হত্যা করে সরকার পতন ঘটাতে চায়। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কারা এদেশে জঙ্গিবাদের বীজ বপন করেছে তা সবাই দেখেছে।’
শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে জঙ্গিদের নিয়ে বৈঠক করেছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা। বেগম খালেদা জিয়ার আমলে পুলিশি পাহারায় রাজশাহীতে জেএমবিরা মহড়া দিয়েছে, সারা বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে জঙ্গিবাদের উত্থান হয়েছে।’