খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা থমাস ড্রেক বিশ্ববাপী মার্কিন গণ-গুপ্তহত্যার তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, মার্কিন বাহিনীর হাতে সারাবিশ্বে যেসব মানুষ গুপ্তহত্যার শিকার হয়েছে বলে খবর বেরিয়েছে প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। খবর প্রেসটিভির। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে থমাস বলেন, মার্কিন গুপ্তহত্যায় যেসব মানুষ নিহত হয়েছে তার মধ্যে বহু বেসামরিক ব্যক্তি রয়েছে। এসব হত্যাকাণ্ডের কথা অন্ধকারেই রয়ে গেছে; সব প্রকাশ হয় নি। ড্রেক বলেন, “আমাদের গণ-নজরদারি ও গণ-গুপ্তহত্যার কর্মসূচি আছে যা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। গত বুধবার ‘দ্যা ইন্টারসেপ্ট’ নামে একটি পত্রিকা মার্কিন সামরিক বাহিনীর “কিল-ক্যাপ্চার’ কর্মসূচির বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছে। ইন্টারসেপ্টের দেয়া তথ্য অনুসারে, মার্কিন বাহিনী গত ১৪ বছর ধরে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা-কর্মসূচি পরিচালনা করে আসছে। যার কারণে সন্ত্রাসী খুব কমই নিহত হয়েছে; মারা গেছেন বহু বেসামরিক মানুষ। এসব হত্যাকাণ্ডের কর্মসূচিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন ড্রেক।