খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখে ৩ দিনব্যাপি গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ শুরু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কয়েকটি বাম রাজনৈতিক দলের অংশগ্রহণে এই রোডমার্চ শুরু হয়। ৩ দিনব্যাপি এই রোডমার্চ শুক্রবার বিকাল ৪টায় মানিকগঞ্জে সভা করবে। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার গোয়ালন্দে সংক্ষিপ্ত পথসভা করে ফরিদপুর, মাগুরা হয়ে যশোরে বেলা ৩টায় সমাবেশ করবে এবং সেখানে রাত যাপন করবে। শেষ দিন রবিবার খুলনা শহীদ হাসিদ পার্কে সমাবেশ করে বাগেরহাটের কাটাখালীতে সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্যদিয়ে এই রোডমার্চ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।