খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পেলেই নূর হোসেনকে ফিরিয়ে আনতে ভারত যাবে পুলিশের একটি দল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের একটি আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে নির্দেশনা দিয়েছে বলে আমরা শুনেছি। তবে এখনইতো তাকে আনা যাবে না। আনুষাঙ্গিক কাজ শেষেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এখন আমরা অপেক্ষায় আছি কখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পাব।’
মন্ত্রী বলেন, ‘নূর হোসেনকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আদালতের নির্দেশনা যেহেতু পাওয়া গেছে তাই তাকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার।’
ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত শুক্রবার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এজন্য তার বিরুদ্ধে ভারতে দায়ের করা সব মামলাও প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য,নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম,আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। নূর হোসেন ও তার দুই সঙ্গী গতবছর ১৪ জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন।