খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : নতুন সরকার গঠণের পর প্রথমবারের মতো একজন নারীকে স্পিকার হিসেবে নির্বাচিত করলেন নেপালের আইনপ্রণেতারা। বৃহস্পতিবার ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউসিপিএন-মার্ক্সবাদী) সংসদ সদস্য অনসারি ঘারতি মাগারকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
গত মাসে নেপালের সংসদে নতুন সংবিধান পাস হয়। এরপরই নতুন সরকার গঠণের জন্য প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পদত্যাগ করেন।গত সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে পি শর্মা।
বৃহস্পতিবার নেপালের সংসদে নতুন স্পিকার নির্বাচনের জন্য সংসদদের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নেপাল ওয়ার্কাস অ্যান্ড পিস্যান্টস পার্টি এর আগে স্পিকার পদে তাদের প্রার্থী দিলেও পরে প্রত্যাহার করে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই স্পিকার নির্বাচিত হন অনসারি ঘারতি। এর আগে ঘারতি সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।