খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘অগঠনমূলক অবস্থানের’ তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে গ্রহণে যুক্তরাষ্ট্র অনিচ্ছা প্রকাশ করেছে বলে ক্রেমলিন অভিযোগ করার পর গতকাল বৃহস্পতিবার পুতিন এ সমালোচনা করেন। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্থাপিত ওই অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি, এটি অগঠনমূলক অবস্থান।’ তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না, সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে মস্কোর পদক্ষেপের কীভাবে সমালোচনা করেন আমাদের আমেরিকান অংশীদাররা; যেখানে তারা রাজনৈতিক সমঝোতার মতো গুরত্বপূর্ণ বিষয়েও সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানান।’ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থানের এ দুর্বলতার পেছনে দৃশ্যত যা রয়েছে, তা হলো, তাদের কোনো ধরনের এজেন্ডা না থাকা। আলোচনা করার মতো তাদের কোনো কিছু নেই বলেই মনে হচ্ছে।’ কাখাখ টেলিভিশনে প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য প্রচার করা হয়। সেখানে তিনি বলেন, ‘তার পরও আমরা আমাদের দরজা খোলা রাখছি। জটিল এ প্রক্রিয়ায় (সিরিয়া হামলা) অংশগ্রহণকারীদের সবার সঙ্গে আলোচনার আশা রাখি।’ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্য নেই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের কিছু মিত্রের মাথায় মগজের পরিবর্তে স্রেফ মণ্ড আছে।’ চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পাঠাতে চান তিনি। পরে রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয় ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্র এ প্রতিনিধি দলকে গ্রহণে অনীহা প্রকাশ করেছে। গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিনিধি দলকে গ্রহণে অনীহা প্রকাশ এবং মস্কোয় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এর পরই কাজাখস্তান সফরে গিয়ে ওই মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন। অবশ্য যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, সিরিয়ায় পশ্চিমা সমর্থিত মধ্যপন্থি বিদ্রোহীদের ওপর রাশিয়ার হামলা অব্যাহত থাকা অবস্থায় মস্কোর সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তারা আগ্রহী নয়।