Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: দীর্ঘ ৫ বছর নিষেধাজ্ঞার শাস্তির পর পুনরায় ক্রিকেটে 24ফেরার সুযোগ মিলেছে; উঁকি দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরার সম্ভাবনা। এমন সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সতর্কবার্তা পেলেন মোহাম্মদ আমির। কারণ, খেলার মাঠে কোড অব কণ্ডাক্ট ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার। আমিরকে সতর্ক করে দিয়ে পিসিবি প্রধান শাহরিয়ার খান বলে দিয়েছেন, ভবিষ্যতে ফের শৃঙ্খলা ভঙ্গ করলে তা বরদাস্ত করা হবে না। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করে বেশ ভালই আলো ছড়াচ্ছেন বাঁ হাতি পেসার আমির। সেই শুরুর মতোই বিধ্বংসী বোলিংয়ে একের পর এক উইকেট শিকারের আনন্দেও মাতছেন। কিন্তু গোল বেঁধেছে কিছু দিন আগে কায়েদ-ই-আজম ট্রফির কোয়ালিফাইং একটি ম্যাচে। সুই সাউদার্ন গ্যাস এবং পিআইএ’র মধ্যকার ওই ম্যাচে পিআইর’র খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন আমির। এমন কি বাজে ভাষাও ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ম্যাচে আমিরের দল সুই সাউদার্ন গ্যাস জয় পেয়েছে। তবে ক্রিকেট আইনানুসারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমিরকে জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি। স্পট ফিক্সিংয়ের শাস্তি শেষে মাঠে ফিরেই আমিরের এমন আচরণে ভীষণ রকম হতাশ পিসিবি প্রধান। শাহরিয়ার খান তাই বলেছেন, ‘বাজে ভাষা ব্যবহার ও খারাপ আচরণের দায়ে আমিরকে জরিমানা করা হয়েছে। মাত্রই সে স্পট ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছে। এটা বিবেচনায় নিয়ে তাকে আপাতত সতর্ক করে দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের যদি সে সন্মান না করে কিংবা তাদের প্রতি ভদ্র আচরণ না করে; তাহলে আমি যত দিন এই পদে (পিসিবি সভাপতি) রয়েছি ততদিন আর পাকিস্তান দলে তার কোনো জায়গা হবে না।’ উল্লেখ্য, পিআইএ’র খেলোয়াড়দের সঙ্গে আমিরের বাকবিতণ্ডার কারণ ছিল- তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছিল তারা। আমিরের নৈপুণ্যে কায়েদ-ই-আজম ট্রফির মূল পর্বে জায়গা করে নিয়েছে সুই সাইদার্ন গ্যাস দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরেও বিদেশী খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে পাকিস্তানের এই তরুণ পেসারের।