Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র 27সভাপতি স্টারলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। পোশাক খাতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া হোক। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে পোশাকশিল্পে সার্বিক পরিস্থিতি ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতি এ কথা জানান। সিদ্দিকুর রহমান বলেন, ব্যাংক ঋণের অস্বাভাবিক সুদের হার বিষয়ে সংশ্লিষ্ট সঙ্গে শিগগিরই আলোচনায় যাচ্ছে বিজিএমইএ। দেশে গ্যাসের মোট সরবরাহের মাত্র ৪ শতাংশ পোশাক খাতে ব্যবহার হচ্ছে। গত মাসে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। ক্যাপটিভ পাওয়ার জেনারেশনে ব্যবহৃত গ্যাসের ট্যারিফ একবারে ১০০ভাগ না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর দাবি করেন বিজিএমইএ। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, বিজিএমইএ সাবেক সভাপতি আনোয়ারুল পারভেজ, আব্দুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সহ-সভাপতি শহিদল্লাহ আজিম, বর্তমান সহ-সভাপতি হয়েছেন ফারুক হাসান, এস এম মান্নান কচি, মো. নাসির, মাহমুদ হাসান খান বাবু, ফেরদৌস পারভেজ বিভন, চট্টগ্রামের ১ম সহ-সভাপতি মঈন উদ্দিন আহমেদ মিন্টু ও সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস প্রমুখ।