খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আজ শনিবার ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সূত্র জানায়, চলতি বছরের প্রথম ৬ মাস টানা কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আলমগীর। চিকিৎসকদের প্রতিবেদনের ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান। এরপর তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা প্রথমে তার অপারেশনের সিদ্ধান্ত নিলেও শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে মেডিকেশনের মাধ্যমে তার শারীরিক পরিস্থিতি উত্তরণের উদ্যোগ নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে তাকে একবার করে রক্ত পরীক্ষা করাতে হবে। সে জন্য প্রতিমাসেই তাকে যেতে হবে সিঙ্গাপুরে। এর আগে মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে পৌনে দুই মাস চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।