খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: চট্টগ্রামের বাকলিয়ায় জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর কালামিয়া বাজার সংলগ্ন সিকান্দার চেয়ারম্যান ঘাটায় জামায়াত নেতা ওমর ফারুকের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন- মোহাম্মদ মহিউদ্দিন (৩৫), মোহাম্মদ ইসহাক (৫৫), মোহাম্মদ ওমর ফারুক (৪০), নিজাম উদ্দিন (২৭), আব্দুল হক (৫৫) ও জালাল আহমেদ (৬৫)। এদের মধ্যে মোহাম্মদ ইসহাক থানায় নেয়ার পর অসুস্থ হয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আটককৃতরা সবাই বাকলিয়া ইউনিট জামায়াতের নেতাকর্মী। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, শুক্রবার রাতে জামায়াতের ইউনিট সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের বাসায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে থানায় আনার পর ইসহাক নামে একজন অসুস্থ হয়ে পড়তে তাকে হাসাতালে ভর্তি করানো হয়।