খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: বেগম খালেদা জিয়া লন্ডনে বসে সন্ত্রাসীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জন্য লন্ডনে নতুন বাসা খোঁজা হচ্ছে। খালেদা জিয়া আর দেশে ফিরবেন কি না তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে।’ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তারেক রহমানের সম্পর্ক রয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে তাদের সঙ্গে বেগম খালেদা জিয়া গোপন বৈঠক করেছেন। তাই বিএনপি নেতাদের কাছে অনুরোধ আপনারা সন্ত্রাসের পথ ছাড়ুন।’ বিএনপি যে মরে যায়নি, বেঁচে আছে তা জানান দিতেই প্রতিদিন বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।