খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫ ফেইসবুকের একটি আইডি থেকে হত্যার হুমকি পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এজন্য জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি। ইমরান বলেন, “সকাল ১০টা ১৯ মিনিটে আরাফ আল ইসলাম নামে একটি ফেইসবুক আইডি থেকে হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, বিদেশি নাগরিকদের মতো করেও আমাকে হত্যা করা হবে।” সম্প্রতি ঢাকা ও রংপুরে দুজন বিদেশিকে একই কায়দায় গুলি চালিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত বলে দাবি উঠলেও সরকার তা প্রত্যাখ্যান করে। হুমকি সম্বলিত ফেইসবুক পাতার স্ক্রিনশট নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন ইমরান। ইমরান লিখেছেন, “সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশিদের মতো করে আমাকে হত্যা করা হবে। পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।” যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আন্দোলনে নেতৃত্বদাতা লিখেছেন, “কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়ত এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।” বিষয়টি পুলিশে জানিয়েছেন জানিয়ে ইমরান লিখেছেণ, “আমি ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবগত করেছি। তারা একটি সাধারণ ডায়রির পরামর্শ দিয়েছেন এবং হুমকিদাতাকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।