Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫ নেসলে পণ্য মানেই মানহীনতার বিতর্ক। এর আগে 46ম্যাগি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল ভারতে। ম্যাগিতে পাওয়া গিয়েছিল মানব শরীরের জন্য চরম ক্ষতিকর সীসা। বাংলাদেশেও ম্যাগি পণ্য নিয়ে অস্বস্তিতে ভূগছিলেন গ্রাহকরা। ভারত বাংলাদেশের গ্রাহকদের সেই অস্বস্তি কাটতে না কাটতেই আবার বির্তকে জড়াল নেসলে পণ্য। এবার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা। এরপরই যেখান থেকে ল্যাকটোজেন কেনা হয়েছিল সেই দোকানে অভিযান চালায় খাদ্য ও ওষুধ বিভাগ। দোকানে মজুত ল্যাকটোজেন বাজেয়াপ্ত করা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শচিন শর্মা এবং মীনু শর্মা কয়েক দিন আগে তাদের সন্তানের জন্য বেশ কিছু ল্যাকটোজেন পাউডারের বক্স কিনেছিলেন। এর মধ্যে একটি প্যাকেট শেষও হয়ে গিয়েছে। দ্বিতীয় প্যাকেটটি খুলতেই আতকে উঠেন তারা। পাউডারের মধ্যে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখেন ওই দম্পতি। এর পরই বিষয়টি নিয়ে খাদ্য বিভাগে অভিযোগ জানান তারা। ওই ল্যাকটোজেন খাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে বলেও অভিযোগ। অভিযোগ পেয়েই ওই দোকানে অভিযান চালায় খাদ্য ও ড্রাগ বিভাগের কর্মকর্তারা। সমস্ত ল্যাকটোজেন প্যাকেট সিল করে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়।